
খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। সকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে দিবসটির কর্মসুচি শুরু করে জেলা আওয়ামীলীগ ও সকল সহযাগী সংগঠন নেতা কর্মীরা।
পরে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে গিয়ে বঙ্গবন্ধু চেতনা মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর, খাগড়াছড়ির সকল স্থরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শােক সভা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের প্রতি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং জাতির পিতার স্মৃতি চারণ করেন।