
আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি : | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
নাজিরপুরে সীমানার বিরোধ নিয়ে অসহায় শিরিনার বসত ঘর ভাংচুর
-প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুরে সীমানার বিরোধ নিয়ে অসহায় শিরিনার বসত ঘর ভাংচুর ও লুটাটের অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ১৭ জানুয়ারি উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোড় গ্রামে শিরিনা আক্তার (৩২), স্বামী- কামাল হোসেন, পিতা- বীর মুক্তিযোদ্ধা শাজাহান। বসবাস করার জন্য মায়ের কাছ থেকে ১০ শতাংশ জায়গা সাব-কবলা নিয়ে ঘর-বাড়ী করে ৮ বছর ধরে শান্তিপূর্ণ বসবাস করছেন। প্রতিবেশী আলামিন, বাদশাহ ও মনিরুলদের সাথে ঐ জায়গার সীমানা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে।
উক্ত বিরোধের জের ধরে একটি সুপারি গাছ থেকে সুপারি পারাকে কেন্দ্র করে আকস্মিক ভাবে লোকজন নিয়ে কামাল বাহীনি শিরিনা বসত ঘরে হামলা চলিয়ে ঘর-দরজা ভাংচুর করে এবং শিরিনাকে বেধমভাবে মারপিট করে। মারপিটে উভয়পক্ষের ০২ জন আহত হন। আহতরা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসারত আছেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে শিরিনা পিরোজপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (আমলী-৩) আদালতে এ্যাড: রহিমা আক্তার হাসিসর মাধ্যমে একটি সিআর মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ঐ মামলাটিকে অফিসার ইনচার্জ নাজিরপুর বরাবর তদন্তের জন্য প্রেরণ করেন।
এ ব্যপারে অভিযোগকারী এ প্রতিনিধিকে জানান, প্রতিপক্ষরা দীর্ঘদিন সীমানার বিরোধকে কেন্দ্র করে একের পর এক ক্ষতি সাধন সহ শারীরিক ও মানসিক ভাবে প্রহর করে আসিতেছে। ঘটনার দিন প্রতিপক্ষরা শিরিনার কোলের ১০ মাসের শিশুকে ছুড়ে ফেলে মারপিট করেছে বলে জানায় এবং ঐ জায়গা থেকে উচ্ছেদের সকল প্রকারের ফন্দি ফিকির করছে। এ ব্যপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী।
Posted ১:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩
dhakanewsexpress.com | Masud Rana