জাতির জনক ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানে ঢাকা জেলাধীন নবাবগঞ্জ উপজেলায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করে উপজেলা পরিষদের আব্দুল ওয়াছেক মিলনায়তনে দিবসটি নিয়ে অালোচনা সভা করা হয়৷
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা রওশন আরা,
উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, বিআরডিবির সভাপতি দেওয়ান আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেস ক্লাব সভাপতি হাজী ইব্রাহিম খলিল, নয়নশ্রী ইউপি চেয়ারম্যান রিপন মোল্লা প্রমুখ৷
নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মানে সমবায়ের গুরুত্ব অনেক৷ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অাগামী দিনে এগিয়ে যাবে বাংলাদেশ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার সমবায় সমিতির সদস্যবৃন্দ সহ উপজেলার উর্ধ্বতন কর্মকর্তারা।
Development by: webnewsdesign.com