ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভার নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান ও উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হক রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে যোগদান উপলক্ষে সংবর্ধনা দিয়েছে রাণীশংকৈল প্রেসক্লাব। শনিবার বিকেল ৫টায় শিবদিঘীস্থ পৌর মার্কেট প্রেসক্লাবের কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে অনুষ্ঠান শুরু হয় । শুরুতেই পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হককে ফুলেল শুভেচ্ছা দিয়ে “সন্মাননা স্মারক ক্রেষ্ট” দিয়ে সংবর্ধিত করা হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান উপজেলা আ’লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক আনোয়ার হোসেন আকাশ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী বিটিভি জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী, নুরুল হক মানবজমিন জেলা প্রতিনিধি রেজাউল করিম প্রধান, যায়যায়দিন উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান সাংবাদিক খুরশিদ আলম শাওনসহ প্রমূখ।
Development by: webnewsdesign.com