দেশে আনুষ্ঠানিকভাবে একটি বাজারজাত শুরু হয়েছে বহুল প্রত্যাশিত এক বসুন্ধরা বিটুমিনটির। গতকাল ৭ ফেব্রুয়ারি সকালের দিকে কেরানীগঞ্জ পানগাঁও নামক স্থানে বসুন্ধরা বিটুমিন প্লান্ট থেকে ১০ জন স্বনামধন্য ডিলারদেরকে মানসম্মত একটি বিটুমিন সরবরাহ করা হয়েছে। উক্ত কার্যক্রমটি উদ্বোধন করলেন বসুন্ধরা গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এর উপস্থিতিতে তারই সন্তান আহমেদ ওয়ালিদ সোবহান। উক্ত কার্যক্রমটির উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতটির বিটুমিন বাজারজাত শুরু হয়।
Development by: webnewsdesign.com