বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ |
৫:৪৪ অপরাহ্ণ | 53 বার
“দেখে মনে হচ্ছে তিনি এখনও টগবগে যুবক”
মহেন্দ্র সিং ধোনির বয়স তো কম হয়নি। ৩৯ পার হয়ে চল্লিশ এর কাছাকাছি তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ব্যাটিং ফর্মেও সেই আগের হেলিকাপ্টার শটগুলো দেখা যাচ্ছে না।কিন্তু তার গতকালের সেই অরাধারণ ক্যাচটি দেখে মনে হচ্ছে কেবল মনে হয় বিশের সেই টগবগে যুবক।