টেকসই উন্নয়ন,গনতন্ত্র,শান্তি ও সুশাসন দুর্নীতির বিরুদ্ধে একসাথে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৯ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় জেলা শহরের শাপলা চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে র্যালী নিয়ে খাগড়াছড়ি সনাক অফিস মিলনায়তনে গিয়ে আলোচনা সভা করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো: আহমার উজ্জামান, সিভিল সার্জন ডা. মো: শাহ আলম, পৌর মেয়র রফিকুল আলম, দুদকের সহঃ পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, সনাক খাগড়াছড়ি শাখার সভাপতি সুদর্শন দত্ত, সহ সভাপতি বধিষত্ত্ব দেওয়ান।
মানববন্ধনে বক্তারা বলেন, এই দেশ আমাদের, দেশকে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদের সকলের। দুর্নীতির কারনে আমাদের দেশের লোকজন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকলে ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধের আহবান জানানো হয়।
Development by: webnewsdesign.com