মনের অসম্ভব আশার পাহাড় নিয়ে চলতি মৌসুমের শুরুতে ফুটবলটি খেলাতে অল্প অল্প করে ইংল্যান্ডের সেই ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।এটির ধারাবাহিকতা রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের ১৭ রাউন্ড এটির সুবাদে তারা প্রায় ৮ বছর পর ১৭ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছেন ।
গতকাল ১২ জানুয়ারি মঙ্গলবার রাতে তুলনামূলক দুর্বল দল বার্নলির বিপক্ষে খুব একটা জয় করাটা একেবারেই সহজ ছিল না ম্যান ইউর জন্য। এসময় তিনি প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে হুরমুর ভাবে ফুটবলের লড়াই চলছে ।
এসময় পূর্ন ৩ পয়েন্ট অর্জন করতে হয়েছে ওলে গানার সুলশারের দলটিকে। এই জয় সূচকটিতে গোলটি করেলেন ফ্রান্সের সেই মিডফিল্ডার পল পগবা।
এ সময় এই ম্যাচের ৯০ মিনিটে প্রায় ১১ বার তারা আক্রমণে উঠতে গেলেও, প্রায় লক্ষ্য বরাবর শট করতে পারেনি একটিরও। অপরদিকে সাতটি গোলের সফল হলেন ম্যানচেস্টার ইউনাইটেড।
Development by: webnewsdesign.com