“খাস জমির অধিকার ভূমিহীন জনতা” বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ২১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন দিনাজপুর জেলার উদ্যোগে সম্মেলনের মাধ্যমে পূণাঙ্গ কমিটির সম্পকের্ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।পূণাঙ্গ কমিটি দিনাজপুর জেলার সকল ভূমিহীন নেতৃবৃন্দদের সাথে পরামর্শ করে আজ মঙ্গল বার সকাল ১১ টায় ২১/০৭/২০ ইং মো: মুজিবুর রহমান কার্যকরী সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ভূমি আন্দোলন । তাকে রেখে এমন কি সকলে মতামত বিশ্লেসন করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন দিনাজপুর জেলা কমিটির একটি খসরা প্রতিবেদন সকলের সামনে উপস্থাপন করা হলে সকলেই তাতে একমত পোষণ করে । সকলেই তারা তাদের সভাপতি : হাজী মো:বেলায়েত হোসেন এবং সাধারন সম্পাদক মো: আলমগীর তোসেন কে মেনে নিয়ে জেলা কমিটির সফলতা কামনা করেন ।আলোচনার মাধ্যমে পূণাঙ্গ কমিটির সম্পকের্ বাংলাদেশ ভূমিহীন আন্দোলন দিনাজপুর জেলা কমিটির তালিকাটি কেন্দ্রে পাঠানো হলে- কেন্দ্রের সিদ্ধান্তই চুরান্ত বলে গন্য হবে ।
Development by: webnewsdesign.com