
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ | প্রিন্ট
দক্ষিণ সিটির ১৫ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণের কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা
-প্রতিনিধি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫টি ওয়ার্ড থেকে দ্বিতীয় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর দেড়টায় ১০ নম্বর ওয়ার্ড সর্বপ্রথম শতভাগ বর্জ্য অপসারণ করেছে। এ ছাড়া শতভাগ বর্জ্য অপসারণকৃত অন্য ওয়ার্ডগুলো হলো ২৫, ২৬, ২৮, ৩৯, ৪১, ৪৩, ৪৬, ৫৩, ৫৬, ৫৯, ৬২, ৬৩, ৭০ ও ৭২ নম্বর ওয়ার্ড।
এদিকে ৯ জুলাই রাত ১১টা থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত গত ৪০ ঘণ্টায় ২ হাজার ৬২০টি ট্রিপের মাধ্যমে মোট ১০ হাজার ৫০৪.৯৭ মেট্রিক টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ ও মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
কোরবানির পশুর এসব বর্জ্য ওয়ার্ড থেকে এসটিএসে স্থানান্তর-পরবর্তী চূড়ান্তভাবে মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর ও অপসারণ করা হয়েছে। কারণ অনেক বর্জ্য ওয়ার্ড থেকে সংগ্রহ ও স্থানান্তর করে তা এসটিএসে রাখা হয় এবং পরবর্তী সময়ে তা মাতুয়াইলে স্থানান্তরের মাধ্যমে চূড়ান্তভাবে অপসারণ করা হয়।
তাই শুধু স্থানান্তর-পরবর্তী মাতুয়াইলে অপসারণের সঠিক তথ্য (কম্পিউটার জেনারেটেড ডাটাবেইসের মাধ্যমে) প্রদান করা সম্ভব হয়। কিন্তু অন্তর্বর্তী সময়ে এসটিএসে জমা থাকা এবং অপসারণের উদ্দেশ্যে রাস্তায় পরিবহনরত থাকা বর্জ্য এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
Posted ১২:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
dhakanewsexpress.com | Masud Rana