
মো: রকিবুল আলম ফয়সাল,স্টাফ রিপোর্টার : | শনিবার, ১৬ এপ্রিল ২০২২ | প্রিন্ট
দক্ষিণ কেরানীগঞ্জ থানা মহিলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের উপস্থিত নেতা কর্মীরা
-সংগৃহীত
কেরানীগঞ্জে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় আমবাগিচাস্থ কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নাহার মান্না, প্রধান বক্তা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বনশ্রী বিশ্বাস স্মৃতিকথা, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম ইসলাম বিথি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন প্রমুখ।
Posted ১:৩১ অপরাহ্ণ | শনিবার, ১৬ এপ্রিল ২০২২
dhakanewsexpress.com | Masud Rana