বুয়েটের শেরেবাংলা হলের শিক্ষার্থী আরাফাত আফসোস করে কাঁদতে কাঁদতে বলেন, তিন-চারটা মিনিট আগে যদি খাবার আনতে যাইতাম, তাহলে পোলাডারে বাঁচাইয়া রাখতে পারতাম। এই তিন মিনিটের আফসোসে তিন দিনে তিন ঘণ্টাও ঘুমাইতে পারি নাই।
বুয়েটের শেরেবাংলা হলের শিক্ষার্থী আরাফাত আফসোস করে কাঁদতে কাঁদতে বলেন, তিন-চারটা মিনিট আগে যদি খাবার আনতে যাইতাম, তাহলে পোলাডারে বাঁচাইয়া রাখতে পারতাম। এই তিন মিনিটের আফসোসে তিন দিনে তিন ঘণ্টাও ঘুমাইতে পারি নাই।
আজ বুধবার বেলা দেড়টার দিকে ছাত্র বিক্ষোভে অংশ নিয়ে আবরার ফাহাদকে নির্যাতনের বর্ণনা দেন ওই দিনের প্রত্যক্ষদর্শী আরাফাত। নিষ্ঠুরতার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।
আরাফাত জানান, তিনি যখন আবরারের হাত ধরেন, তখন হাত পুরো ঠান্ডা, পা ঠান্ডা। শার্ট-প্যান্ট ভেজা। মুখ থেকে ফেনা বের হয়েছে।
তিনি বলেন, খোদার কসম, এক সেকেন্ডের জন্যও মাথায় আসেনি এভাবে কাউকে মারা হতে পারে।
Development by: webnewsdesign.com