মানব জীবন দুর্লভ জীবন সুখে দুঃখে গাঁথা, তবুও মোরা সুখের আশায়
নষ্ট করছি মাথা ।
এই দুনিয়ায় দীন আমি
দুঃখে জীবন গড়া, পাইনি খুঁজে ভুবন মাঝে সুখ বৃক্ষের গুঁড়া ।
টাকা পয়সা সবই আছে মনের সুখটা ছাড়া, জগতের সব পেয়েও আমি
ভালোবাসা হারা ।
সুখ নদীতে ঝাপ দিয়েছি কূল-কিনারা না পাই, সুখের আশায় ব্যথার নদীতে
ভেসে আমি যাই ।
এই দুনিয়ায় সবাই পর
কেহ আপন নয়,
সুখে দুঃখে বিপদে আপদে বিধাতাই আপন রয় ।
ফুঁরিয়েছে সাঁঝের বেলা আধার ঘনিয়ে এলো, প্রাণ পাখিটা আপন নীড়ে এবার চলেই গেলো ।
Development by: webnewsdesign.com