ঢাকার নবাবগঞ্জ-বান্দুরা মহাসড়কের বক্সনগর বাজার সংলগ্ন বক্সনগর জামে মসজিদের পাশে তীব্র যানজট এর সৃষ্টি হয়েছে । এই মহাসডকের মাত্র আধা কিলোমিটার রাস্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় এই জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানান এলাকার জনগণ । সামান্য বৃষ্টি হলেই মহাসড়কটি পানির নিচে তলিয়ে যায়।
দীর্ঘ যানজটে আটকা পড়ে থাকে একশরও অধিক গণপরিবহন, গুরুতর রোগীসহ অ্যাম্বুলেন্স,জরুরি ওষুধ সরবরাহ কাজে নিয়োজিত যানবাহন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় এই মহা সড়কের বক্সনগর জামে মসজিদ সংলগ্ন স্থানে একটি কালভার্ট হবার কথা থাকলেও কোনো প্রকার পদক্ষেপ নিতে দেখা যায়নি।
আরো জানা যায় এই স্থানে দিনের চেয়ে রাত্রে প্রতিনিয়ত ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা ঘটে চলেছে। দীর্ঘ তিন বছর যাবত এই বেহাল দশায় পড়ে আছে এই মহাসড়কটি।
জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকানিউজএক্সপ্রেস ডট কমের স্থানীয় প্রতিনিধির সাথে কথা হয় স্থানীয় ইউ পি জনপ্রতিনিধি বক্সনগর ৫ নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাধীনের সাথে জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাধীন জানান রোডস এন্ড হাইওয়ের ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে এই ব্যাপার নিয়ে যোগাযোগ করে কোন প্রকার কোন সুফল পাননি।
এটি নবাবগঞ্জ বান্দুরা থেকে ঢাকা যাওয়ার একমাত্র মহাসড়ক হওয়ায় এই সমস্যার দ্রুত সমাধান না হলে ঢাকা থেকে নবাবগঞ্জের সকল প্রকার যান চলাচল স্থগিত হয়ে পড়বে। স্থানীয় বাসিন্দারা এই সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে।
Development by: webnewsdesign.com