যথাযোগ্য মর্যাদায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তুপোধ্বনির মধ্যদিয়ে বিজয় স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ।
এ ছাড়াও সকাল ৮টা থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেন, উপজেলা পরিষদ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সামাজিক সাস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষ্যে সকাল ৯ টায় উপজেলা প্রশাসন একটি বিজয় শোভাযাত্রা বের করে। পরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।
Development by: webnewsdesign.com