ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নির্জন স্থানের বাঁশ ঝোপ থেকে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা খ্রিষ্টানপাড়া এলাকার একটি নির্জন স্থানের বাঁশ ঝোপ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার এস আই মো.লিয়াকত হোসেন।
নিহতের বয়স আনুমানিক ২৬ বছর জানালেও তার পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
এস আই লিয়াকত জানান, সকাল ১০ টার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের শরীরের বিভিন্ন জায়গা কালো হয়ে গেছে। পোকা মাকড় কামড়েছে বলে মনে হচ্ছে।
কালো-গোলাপী ছাপার কামিজ ও কালো সেলোয়ার পরিহিত ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর এই নির্জন স্থানে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেন এস আই।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা ও লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Development by: webnewsdesign.com