ঠাকুরগাঁও ২আসনের এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দের ধর্ম মন্ত্রণালয় এর চেক বিতরণ।
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ |
৬:৩৭ অপরাহ্ণ | 66 বার
উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ঠাকুরগাঁ দুই আসনের, তারই ধারাবাহিকতায় আজ ০৯/০৭/২০২০ দুপুর ২টায়আলহাজ্ব মোঃ দবিরুলস ইসলাম এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ঠাকুরগাঁও -২আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের লক্ষ্যে ১০টি মসজিদ ও ২টি মন্দিরে ২ লক্ষ ৪০ হাজার টাকর চেক বিতরণ করার সময় কিছু মুহূর্ত….।