ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক ৯১৩৩ টি ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়ী হলেন ।
তিনি বলেন স্থানীয় ভোটাররা আমাকে জয়ী করেছেন। তিনি আরো জানালেন , এই নির্বাচনে আমি মুগ্ধ। আশা করছি ভোটাররা আমাকে নির্বাচনে ভোট দিয়ে তাদের সেবা ও এলাকার উন্নয়ন করার সুযোগ করে দিয়েছেন।’ইকরামুল হকের প্রচারণী সভায় সাধারণ মানুষদের দলে দলে অংশগ্রহণ নিতেও দেখা গেছে এবং তার ভাষণে ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
ইতিমধ্যে পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ মার্কার বিপুল ভোটে বিজয়ী হতে পেরে এমন গুঞ্জন ভোটারদের কাছ থেকেই শোনা যাচ্ছে।
এসময় তারই প্রতিদন্দী আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মো: কশিরুল আলম পেয়েছেন ২৭৯০ টি ভোট । জয়নাল আবেদীন পেয়েছে ৯৯৪টি, ধানের শীষ প্রতীক নিয়ে রেজাউল কারম রাজ পেলেন ২৭১৪টি , মো: তৈয়ব অঅলী পেয়েছেন লাঙ্গিল প্রতীক নিয়ে ৪২২টি, মো: হাফিজুর রহমান হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৩ টি, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম শ্রেণির পীরগঞ্জ পৌরসভার নির্বাচন।
এ পৌর সভায় মোট ভোটার ২১ হাজার ১৭৯জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭জন আর মহিলা ১০ হাজার ৬৩২জন। ৬ জন মেয়র প্রার্থী ছাড়াও এ পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দিতা করছেন ৩২জন কাউন্সিলর ও ১২জন মহিলা কাউন্সিলর প্রার্থী।
প্রথম ধাপের নির্বাচনে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পূর্ন হয় ।
Development by: webnewsdesign.com