ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৬জানুয়ারী) জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের জেলা ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মন্টু দাস, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায় প্রমুখ।
এসময় শীতবস্ত্র পেয়ে আয়োজকদের সাধুবাদ জানান এবং এ ধরনের কর্মসূচী যুগ যুগ ধরে সচল রাখার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধারা।
Development by: webnewsdesign.com