ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে ট্রাকের ধাক্কায় ১জন মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
১৪ জুন (রবিবার) বিকাল ৫ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী কুড়েঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, দুর্ঘটনা নিহত মোটরসাইকেল চালক সাদেকুল ইসলাম (২৭) সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের পয়সা ফেলা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়,রবিবার বিকালে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে ভূল্লী যাচ্ছিলেন পথে কুড়েঘড় এল এস ডি গোডাউন সংলগ্ন পৌঁছলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে মোটার সাইকেলে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল চালক সাদেকুল ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান,ঘটনায় বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
Development by: webnewsdesign.com