ঠাকুরগাঁওয়ে করোনায় রোগীর সংখ্যা বেড়ে দু’শত ছুঁই ছুঁই, আজও আক্রান্ত ৫
শুক্রবার, ২৬ জুন ২০২০ |
৯:৩২ পূর্বাহ্ণ | 71 বার
ঠাকুরগাঁওয়ে করোনায় রোগীর সংখ্যা বেড়ে দু'শত ছুঁই ছুঁই, আজও আক্রান্ত ৫
ঠাকুরগাঁওয়ে দৈনিক বাড়ছে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা। যা আজ দু’শতের কাছাকাছি! এই নিয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
আর এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৬ জন। আজকের উক্ত আক্রান্ত ব্যাক্তিরা হলেন সদর উপজেলা-৩ জন এবং হরিপুরে-২ জন।
২৫জুন(বৃহঃপতিবার) রাতে জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে করে বলেন,পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৯৬ জন,যাদের মধ্যে ১০১জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ২জনের মৃত্যু হয়েছে।