ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে ৫ আগস্ট বুধবার চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। স্বাস্থ্যকর্মীর নাম জাকারিয়া হোসেন (৫৮) তিনি উপজেলার আমগাঁও গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ সহকারি কমিউনিটি হেলথ চিকিৎসক ( সেকমো) হিসাবে কর্মরত ছিলেন।
গত ২৩ জুলাই ঐ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়। এরপর কিছুদিন বাড়িতে চিকিৎসা নেয়ার পর গত ২ আগস্ট দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
জেলা সিভিস সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার সুব্রত রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিপুর স্বাস্থ্য বিভাগের সুত্র মতে এদিন বিকালে সরকারি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
প্রসঙ্গত: এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জন।
Development by: webnewsdesign.com