ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এল এস ডি’তে ১ একর ১০শতাংশ জমির দলিল হস্তান্তর করেছেন ঠাকুরগাঁও ১আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। শুক্রবার(২৫ডিসেম্বর)বিকেলে রুহিয়া এল এস ডি প্রাঙ্গনে অনুষ্ঠানিক ভাবে জমির দলিল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ এর নিকট হস্তান্তর করেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ রমেশ চন্দ্র সেন এমপি বলেন, এলাকার কৃষকের কথা চিন্তা করে রুহিয়া এল এস ডি’তে আধুনিক সাইলো স্থাপনের জন্য এই জমি প্রদান করা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান, ঠাকুরগাঁও পুলিশ সুপার(পিপিএম সেবা)মোহাঃ মনিরুজ্জামান, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো,সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ -আল-মামুন,সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুশারুল ইসলাম সরকার প্রমুখ।
Development by: webnewsdesign.com