খুব আনন্দ প্রকাশ করলেন বৃদ্ধা মহিলাটি ।
রান্না ঘর প্রাপ্ত মহিলা গোপাল নগর গ্রামের মৃত আফসার হোসেন লুটু এর স্ত্রী মোসাঃ রাবেয়া বেগম (৫৫)।
রাবেয়া বেগম জানান, তার রান্না করার জয়গার সমস্যা দেখে শ্যামপুর সেবা স্বেচ্ছায় রক্তদান সংস্থার সেচ্ছা সেবীরা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড এর আব্দুল মালেকের সহযোগিতায় তাকে রান্না করার জন্য বন্ধুচুলা ও রান্না ঘরের ছাউনি স্বরূপ টিনের ব্যবস্থা করে দেয়।
এসময় “আমরাশ্যামপুর সেবাস্বেচ্ছায় রক্তদান সংস্থা”রসভাপতি , সাধারণসম্পাদক ,যুগ্মসাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com