
জেডড্রপ বাংলাদেশ লিমিটেড ও সী গোল্ড এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আজ রাজাধানীর একটি হোটেলে জেডড্রপ বাংলাদেশ লিমিটেড (Zdrop) ও সী গোল্ড (SEA GOLD) এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মধ্যদিয়ে একটি যুগান্তকারী উল্লেখযোগ্য পদক্ষেপ এগিয়ে নিয়েছে দুই প্রতিষ্ঠান।
জেডড্রপ বাংলাদেশ লিমিটেডের (Zdrop) পক্ষে মিঃ গাজী রাফি আহমেদ শামস- ভাইস প্রেসিডেন্ট বলেন এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মধ্যদিয়ে সহযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে উদ্ভাবন এবং বৃদ্ধি, কারণ আমরা আরও ব্যতিক্রমী সামুদ্রিক খাবারের অভিজ্ঞতা আনতে সী গোল্ড (SEA GOLD) এর সাথে হাত মিলিয়েছি।
জেডড্রপ বাংলাদেশ লিমিটেডের পক্ষে মিঃ গাজী রাফি আহমেদ শামস- ভাইস প্রেসিডেন্ট (বিটুবি), সৈকত এলাহি -হেড অফ বিজনেস, সাইফ চৌধুরী- সিনিয়র ম্যানেজার-বিজনেস ডেভেলপমেন্ট, সামিউল মেহেদী-হেড অফ ব্র্যান্ড অ্যান্ড পার্টনারশিপ, টি এম সাকিব মাহমুদ-সিনিয়র এক্সেকিউটিভ উপস্থিত ছিলেন।
সী গোল্ড এর পক্ষে মো.নুরুল কাউসার- ডিরেক্টর অপারেশন, রিয়াজুল ইসলাম- অ্যাসিস্ট ম্যানেজার- সেলস অ্যান্ড মার্কেটিং সহ সী গোল্ড এর প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্ব আমাদের যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করবে, সম্ভভাবনার দরজা খুলে দেবে এবং সামুদ্রিক খাবারের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এমন প্রত্যাশা রইলো।