
চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্নখালি মির্জাপুর থেকে ৫৫ কেজি গাঁজার গাছ সহ মোঃমিজানুর রহমান (৩৯) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন র্যাব-৫। শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে, দেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এক শ্রেণির অসাধু চক্র সারাদেশে মাদক পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই অসাধু মাদক চক্রের কিছু সদস্য নেশা জাতীয় গাঁজার চাষ করে যুব সমাজকে ধ্বংস করছে। মাদকের ভয়াল থাবা থেকে ছাত্র-ছাত্রী, যুব সমাজকে তথা দেশকে মাদক মুক্ত করতে সিপিসি-১, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। ধারাবাহিকতায় র্যাব-৫ এর অভিযানিক দল ১লা অক্টোবর ভোর সাড়ে সাত টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দাই পুখুরিয়ার কর্নখালি গ্রামে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ৫৫ কেজি ওজনের ২০টি গাঁজার গাছ সহ আসামী মোঃমিজানুর রহমানকে গ্রেফতার করেন। যার আনুমানিক মূল্য সাড়ে পাঁচলক্ষ টাকা।
মোঃমিজানুর রহমান(৩৯) শিবগঞ্জ উপজেলার দাই পুখুরিয়া ইউনিয়নের কর্নখালি গ্রামের মোঃআতাহার আলীর ছেলে।
তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।