চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজিতপুর গুড়িপাড়া থেকে ৯৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে আসছে মাদক চোরাকারবারিরা । কিছু প্রসিদ্ধ মাদক ব্যবসায়ী নানা কৌশলে দেশের বিভিন্ন স্থানে পাচার
করে থাকে। যার কারণে সারাদেশে মাদকের ছড়াছড়ি থাকায় মাদক সেবনে ছাত্র-ছাত্রী, যুব সমাজ মাদকাসক্ত হয়ে ধ্বংস করছে তাদের জীবন। মাদকের ধ্বংস লিলা থেকে দেশকে বাঁচাতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জে, র্যাব-৫ রাজশাহী।
দীর্ঘদিন যাবৎদায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছেন। অভিযানের সফলতার অংশ হিসেবে গতকাল রাত সাড়ে নয়টার সসয় ৯৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ বাজিতপুর বিশ্বাসটোলোর মনছুর আলীর ছেলে মোঃ জুয়েল(৩০)কে র্যাবের আভিযানিক দল আটক করেন।এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুইটি সীমকার্ড উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ী জুয়েল দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতিতে নিশ্চিত করা হয়।
Development by: webnewsdesign.com