
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ মে ২০২২ | প্রিন্ট
চরফ্যাশনের জ্যাকব টাওয়ার সহ বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়
-প্রতিনিধি
ঈদের তৃতীয় দিনেও ভোলার চরফ্যাশনে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সুউচ্চ দৃষ্টিনন্দন জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, খামার বাড়ি, প্রশান্তি পার্ক, মিনি সুন্দরবন খ্যাত চর কুকরী মুকরী এবং লাল কাকড়ার দ্বীপ ঢালচরের তারুয়া মানুষের পদচাণায় মুখরিত।
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গ্রামে আসা মানুষরা এসব দর্শনীয় স্থানে ঘুরছে। ফলে পর্যটকদের ঢল বিনোদন কেন্দ্রগুলোতে। এছাড়াও জেলার বিভিন্ন দুর্গম উপজেলা থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে চরফ্যাশনে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দৃষ্টিনন্দন সুউচ্চ ‘জ্যাকব টাওয়ার’।
উঁচু টাওয়ারের পাশেই সৌন্দর্যময় ‘ফ্যাশন স্কয়ার’। এর পাশেই রয়েছে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক। যার মধ্যে রয়েছে ইলেভেন-ডি ফানমুভি। বাংলাদেশে এই মুভ প্লেয়ার ১১তম। ঈদ উপলক্ষে এসব স্থাপনা বর্ণিল লাইটিংয়ে সাজানো হয়েছে।
এছাড়া শারেকখালীতে এমপি জ্যাকব সাহেবের জেনিল খামার বাড়ি সাজিয়েছেন মনোরম পরিবেশে। প্রায় ৫০ একর জমিতে প্রাকৃতিক পরিবেশে সজ্জিত হরেক রকম গাছপালা বেষ্টিত এই খামার বাড়ি। আরও রয়েছে আর্টিফিসিয়ালি পশুপাখি। খামার বাড়িতে রয়েছে হেলিপোর্ট, কনফারেন্স হল রুম ও পর্যটকদের থাকার জন্য রিসোর্ট। বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের তৃতীয় দিনেও মানুষের ঢল ছিল।
Posted ২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মে ২০২২
dhakanewsexpress.com | Masud Rana