সারা দেশের ন্যায় আজ শনিবার ২৩ জানুয়ারি সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি, গৃহপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারা দেশে ৬৬ হাজার ১৮৯ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ী ও জমি প্রদান করেন আজ। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাও জেলায় ৭শ ৬২টি পরিবারকে। এরমধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ৪৫ পরিবারকে ঘরের চাবি ও জমির দলীল হস্তান্তর করবেন। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেনের সভাপতিত্বে অতিথী ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায় এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠিকভাবে ঘরের চাবি ও জমির দলীল হস্তান্তর করা হয়।
Development by: webnewsdesign.com