অবশেষে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় র্যাব এর হাতে গ্রেফতার হলেন সাহেদ ৷
সাহেদকে রিমান্ডে নিয়ে তার গড ফাদারদের নাম জেনে তাদেরও গ্রেফতারের দাবী জানাচ্ছে দেশবাসি ৷ এই গড ফাদাররা হাজার হাজার সাহেদ, জিকে শামীম, সম্রাট,পাপিয়া ও সাবরিনার মত অপরাধীদের জন্ম দেয় এবং অপকর্ম করার সাহস যোগায় ৷
তাই দেশবাসি তাদেরও আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছে ৷ নইতো এক সাহেদ,সম্রাট,জিকে শামীম,পাপিয়াকে গ্রেফতার করে অপকর্ম ও দূর্নীতি বন্ধ করা যাবেনা ৷
Development by: webnewsdesign.com