নবাবগঞ্জ উপজেলাধীন গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন বেপারী বাড়ীর স্বনামধন্য ব্যক্তিত্ব ও সমাজ সেবক মোঃ ফরহাদ হোসেন বেপারী।
আজ গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন এর কাছে ফরহাদ এইচ বেপারী নগদ ২ লক্ষ টাকা হস্তান্তর করেন।
বিদ্যালয়ের আজীবন দাতা সদস্যগণদের তালিকার পাশে তার নাম আজীবন দাতা সদস্য হিসেবেও অন্তর্ভুক্তি করেছেন আজ।
গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন মো. ফরহাদ এইচ বেপারী
দুপুর ২টার পর প্রধান শিক্ষকের কার্যালয়ে এ টাকা বুজিয়ে দেন ফরহাদ হোসেন বেপারী।
আজীবন দাতা সদস্যের টাকাগুলো গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের কল্যানে ব্যয় হবে বলে জানা যায়।
এছাড়া ফরহাদ এইচ বেপারী নগদ ২ লক্ষ টাকা দিয়ে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য তালিকায় এবারই প্রথম নতুন করে তার নাম আজীবন দাতা সদস্যেদের তালিকায় নিজের নাম লেখালেন বলে জানান ফরহাদ হোসেন।
এ বিষয়ে ফরহাদ হোসেন বলেন সত্যিই আজ আমি গর্বিত যে, শিক্ষা প্রতিষ্ঠানে আমার সামান্য অর্থ দিতে পেরেছি। আসলে টাকা থাকলেই টাকা দেওয়া যায় না।
দেওয়ার মত মন মানসিকতা থাকতে হবে। মন মানসিকতা থাকলেই সব সম্ভব। আপনারা নিশ্চয়ই জানেন অনেকেরই অনেক অর্থ সম্পত্তি আছে বাট দেওয়ার মত মন মানসিকতা নেই। আমি মনে করি এ অর্থের কোনো মূল্য নেই। দান-খয়রাত সবার কপালে জোটে না। তাই দিয়ে শরীক হলাম।
সর্বোপরি স্কুলের শিক্ষার মান উন্নয়নে আমি ব্যক্তিগত ভাবে যথাসাধ্য স্কুলে আমার সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ।
এময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
Development by: webnewsdesign.com