
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ মে ২০২২ | প্রিন্ট
গাফফার চৌধুরীর মরদেহ আনা হয়েছে দেশে
-সংগৃহীত
দেশবরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আজ শনিবার দেশে আনা হয়েছে। আবদুল গাফফার চৌধুরী ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। আজ সকাল ১১টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গাফফার চৌধুরীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
ঢাবি কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে মরদেহ নেওয়া হবে। শ্রদ্ধা নিবেদনের পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ নেওয়া হবে। গাফ্ফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ দাফন করা হবে।
Posted ১:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ মে ২০২২
dhakanewsexpress.com | Masud Rana