Recent News
খাগড়াছড়িতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম শুভ জন্ম মহোৎসব পালন

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি :

সকাল থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম শুভ জন্ম মহোৎসব দুই দিন ব্যাপীঅনুষ্ঠিত হয় খাগড়াছড়ি অনুকুল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে। এ উপলক্ষে খাগড়াছড়িতে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালা মাধ্যমে জন্ম মহোৎসব শুরু করা হয়। এরপর বিকেল ৫ টা ১২ মিনিটে সান্ধ্যকালীন সমবেত বিনতি প্রার্থনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পরের দিন কাল প্রত্যুষে উষা কীর্ত্তন, সকাল ৬ টা ২৩ মিনিটে প্রাতকালীন বিনতি প্রার্থনা, সাড়ে ৮টায় শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিসহ বর্ণাঢ্য শুভাযাত্রা নিয়ে খাগড়াছড়ি শহর প্রদক্ষিন করা হয়। তাছাড়া সকাল সাড়ে ১০ টায় ঠাকুরের ভোগরাগ নিবেদন, ১১ টায় মাতৃ সম্মেলন, দুপুর ১২টায় শ্রী শ্রী ঠাকুরের লীলা কীর্ত্তন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৫ টা ১২ মিনিটে সান্ধ্যাকালীন বিনতি প্রার্থনা, সন্ধ্যা ৬টায় ধর্ম সভা ও রাত সাড়ে ৮ টায় ‘শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ’ নামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের খ্যাতনাম টিভি ও বেতার শিল্পীরা গান পরিবেশন করবেন। এইসময় সকল সনাতন ধর্মালম্বীরা উপস্থিতি হয়।

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *