খাগড়াছড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন খাগড়াছড়ি ৯ নং সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা। বিকেল ৪টা দিকে খাগড়াছড়ি মহাজন পাড়া বুদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে খাগড়াছড়ি জেলার ১০টি স্কুল ও ১০টি স্পোর্টিং ক্লাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা। এসময় অনুষ্ঠানে খাগড়াছড়ি মহিলা সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা বলেন খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার খুবই আন্তরিক। তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য বিভিন্ন ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।