
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ঢাকার কেরাণীগঞ্জ এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল জানাতে পারে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় কতিপয় ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ অক্টোবর ২০২২ খ্রিঃ র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন শহীদনগর রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ কুদ্দুস (৩৫), ২। আক্কাছ (৪৮), ৩। মোঃ কামাল (৩৫), ৪। মোঃ রুবেল (২৫), ৫। মোঃ সোহেল (২৫), ৬। মোঃ তুষার (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছোট বড় ০৬ টি ছোড়া, ০৭টি মোবাইল ফোন ও নগদ- ২৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
dhakanewsexpress.com | Masud Rana