কালিগঙ্গা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবার ও নবাবগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকা কৈলাইল ইউনিয়নের মেলেং নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচএম সালাউদ্দীন মনজু।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়ে পরিদর্শনকালে ভাঙন কবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে উদ্ভুত পরিস্থিতিতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তাদের সুখ দুঃখের কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন। এবারের বন্যায় যারা নদীগর্ভে ঘরবাড়ি হারিয়েছেন, তাদের পুনর্বাসন সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা , ঢাকা-১ এর সংসদ সদস্য সালমান ফজলুর রহমান এমপি কে ভাঙ্গন নিয়ে তিনি অবহিত করলে, সালমান এফ রহমান এমপি ভাঙন কবলিত এলাকায় ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেছেন বলে জানান।
এছাড়া কালিগঙ্গা নদীগর্ভে বিলীন হওয়া পরিবারগুলো যাতে সরকারের সুযোগ সুবিধা পায় সে বিষয়েও কথা বলেন তিনি।
ক্ষতিগ্রস্ত পরিবার কে সান্তনা দিয়ে বলেন আপনাদের এমপি সালমান ফজলুর রহমান স্যার আপনাদের পাশে আছেন এবং থাকবেন বলে নির্বাহী অফিসার এইচএম সালাউদ্দীন মনজু তাদেরকে অবহিত করেন।
Development by: webnewsdesign.com