হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা দেখতে ঢাকায় এসেছেন ভারতের নাম করা কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠী ।
RELATED STORIES
‘চেতনা ফিরেছে’ ওবায়দুল কাদেরের
বঙ্গবন্ধু মেডিকেলের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ সোমবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে ডা. শেঠীকে স্বাগত জানান।
অধ্যাপক ডা. হারিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাচ্ছি। সব দেখে কার্ডিয়াক সার্জন হিসেবে তিনি তার মতামত জানাবেন।”
ভারতের নারায়ণ ইন্সটিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ডা. দেবী শেঠীর ১৫ হাজারের বেশি অস্ত্রোপচার করার অভিজ্ঞতা রয়েছে। স্বল্প খরচে হৃদরোগের চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়ে আলোচিত এই চিকিৎসককে ২০১২ সালে পদ্মভূষণ খেতাবে ভূষিত করে ভারত সরকার।
রোববার সকাল থেকে বঙ্গবন্ধু মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। তাকে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে।
এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়লে স্টেন্টিংয়ের মাধ্যমে একটি অপসারণ করেন চিকিৎসকরা। তার অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও সঙ্কট কাটেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কাদেরকে দেখতে সোমবার সকালে বঙ্গবন্ধু মেডিকেলে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডা. দেবী শেঠীর পাশাপাশি আরও কয়েকজন বিশেষজ্ঞ ঢাকা আসার কথা রয়েছে। তাদের সবার সঙ্গে বসেই মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় ঠিক করবে।
হানিফ বলেন, “রোগী এখন আগের থেকে অনেক ভালো অবস্থানে আছে । আমি ডাক্তারের সাথে কথা বলেছি, আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
কাদেরকে এখন সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “মেডিকেল বোর্ড পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। আপনাদের পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে উনাকে বিদেশে নেওয়া হবে কি হবে না।”
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com