করোনা ভাইরাস সংক্রমণের উদ্ভূত পরিস্থিতি মোকা বেলায় বিভিন্ন ইউনিয়নের সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক মত বিনিময় ও পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বিচ্ছিন্ন উদ্যোগ গ্রহণ না করে ইউনিয়ন পর্যায়ে সকলের সুষম সমন্বয়ের মাধ্যমে একটি একক কর্ম পরিকল্পনা প্রণয়নের প্রতি গুরুত্ব আরোপ করে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
নির্দেশনা গুলো :
১। স্থানীয় চাহিদার আলোকে সকল সরকারি নির্দেশনা অনুযায়ী কর্ম পরিকল্পনা প্রণয়ন।
২। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রাখা।
৩। সরকারি বরাদ্দ ব্যবহার করে জনগনের মাঝে মাস্ক ও সুরক্ষা সামগ্রীর প্যাকেজ বিতরণ করা।
৪। ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ওয়াশ বেসিন স্থাপন করা।
৫। স্বাস্থ্যবিধি অনুসরণ ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা।
৬। কর্মহীন মানুষকে সাহায্য করা এবং স্থানীয় অর্থায়নে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৭। শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন প্রতিবন্ধকতা রোধে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন বুথ অজয়া স্থাপন করা।
এছাড়া তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় বেলাব উপজেলায় করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।
Development by: webnewsdesign.com