খেলাধুলা প্রতিবেদক :
গত ২০২০ ইং বছরটিতে বড়দিনটির আগে থমাস টুখেলকে বরখাস্ত করলেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই।
তবে নতুন কোচার হয়ে তারা নিয়োগ দিলেন আর্জেন্টাইন মাউরিসিও পচেত্তিনোকে। এ বছরের মৌসুম এর শেষের দিকে কোথায় যাওয়া হবে সেটি বলে দিবে সময়ই ।
এমনকি পিএসজি বাদে মেসিকে নেয়ার দৌড়ে এখনও এগিয়ে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও।
এমনকি শেষপর্যন্ত যা হবে সেটি মেসিসহ বিশ্বের যেকোন বড় তারকাকেই পিএসজিতে স্বাগত জানিয়ে রাখলেন নতুন কোচ পচেত্তিনো।
Development by: webnewsdesign.com