
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয় টাইগারদেরওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের
-সংগৃহীত
এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। আজ মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে ৫ রানে ভারতকে পরাজিত করেছে বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ সাফল্যে বাংলাদেশ দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিজয়ের মাসে বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় সত্যি অত্যন্ত আনন্দের ও গর্বের। আন্তরিক অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। বিজয়ের মাসে এমন লড়াকু জয় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করেছে। এমন প্রত্যেকটি বিজয়, আমাদের আরো সাহসী ও উদ্যমী করে তোলে। আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়।
আগামী ম্যাচেও বাংলাদেশ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ভারতকে ওয়াইট ওয়াশ করতে সমর্থ হবে। এ সময়ে মেহেদী হাসান মিরাজের অনবদ্য ইনিংসের ভূয়সী প্রশংসায় আনন্দীত বাংলাদেশ এর সকল সমর্থন ।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২
dhakanewsexpress.com | Masud Rana