প্রথমবারের মত্র একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন অভিনেতা মামনুন হাসান ইমন ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সায়মন তারিক পরিচালিত ঘাতকব্যাধি এইডসের উপর নির্মিত এ চলচ্চিত্রটির নাম ‘বালিকা’।
এ সম্পর্কে সায়মন তারিক বলেন, ছবিটার গল্পে এইডসের সচেতনতার ব্যাপারটা থাকবে। তবে এটা পুরোপুরি ব্যবসায়িক চলচ্চিত্র হবে। গল্পটাও সেভাবেই তৈরি। ইমন ও তানিয়া বৃষ্টিকে ছবিটিতে অভিনয় করার জন্য চূড়ান্ত করেছি। সিনেমায় নতুন আরেকটা জুটি হলো। আগামী মাসে ছবির শুটিং শুরু করার ইচ্ছে আছে।
তানিয়া বৃষ্টি বলেন, এই ছবিতে আমি ভিন্ন ধরণের চরিত্রে কাজ করছি। এ ধরনের চরিত্র আগে করিনি। এছাড়া ইমনের সঙ্গেও প্রথম কাজ করতে যাচ্ছি।
ইমন টক্কিজবিডি ডটকমকে বলেন, ‘বালিকা’ ছবিটি একটি অন্যরকম গল্পে নির্মাণ হবে। দর্শকরা আমাকে নতুন একটি চরিত্রে আবিস্কার করবেন। আশাকরি আমরা একটি ভালো চলচ্চিত্র উপহার দিতে পারব।
উল্লেখ্য, মরণব্যাধি এইডস নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মেঘলা আকাশ’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গোপন কথা’। ছবিগুলোতে এইডস নিয়ে দর্শক সচেতনতা তৈরির পাশাপাশি এর ভয়াবহতাও তুলে ধরা হয়েছিলো।
Development by: webnewsdesign.com