
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জুন ২০২২ | প্রিন্ট
উদ্বোধনের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেতুতে পরে আছে আহত দুইজন
-সংগৃহীত
সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, দুইজন গুরুতর আহত হয়ে সেতুর ওপর পড়ে আছে। তাদের পাশে রক্তের দাগ।
এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার তথ্যটি জেনেছি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
Posted ৯:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুন ২০২২
dhakanewsexpress.com | Masud Rana