
এস এম বাঁধন , রংপুর প্রতিনিধি : | মঙ্গলবার, ০৩ মে ২০২২ | প্রিন্ট
ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়
-প্রতিনিধি
রংপুরে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে । এতে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় অর্থ উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা আফজাল হোসেন সহ সরকারি ও বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ৩৫ হাজার মুসল্লী প্রধান জামাতে অংশ নেন।
এছাড়া সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স মসজিদে, সকাল সাড়ে ৯টায় কেরামতিয়া মসজিদসহ জেলার ৮ উপজেলায় সকাল সাড়ে ৮টা থেকে ১০ পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ মে ২০২২
dhakanewsexpress.com | Masud Rana