ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে বাংলাদেশে । এমন খবরে হু হু করে বাজারে বাড়ছে পেঁয়াজের দাম। একদিনে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বেড়ে এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আনতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করবে সরকার। এ পেঁয়াজ টিসিবির পাশাপাশি ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কম দামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
পর্যাপ্ত পেঁয়াজ মজুত আছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজ নিয়ে দেশের মানুষের আতংকিত হওয়ার কিছুই নেই। এখনও দেশে ৫ থেকে ৬ লাখ টন পেঁয়াজ মজুত আছে। তিনি ১ মাস সকলকে ধৈর্য ধরনের আহবান জানান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ভারতের বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত রাজনৈতিক কি না তা আমার জানা নেই। তবে আমরা বসে নেই। মিয়ানমার, চায়না, তুরস্ক ও ইজিপ্ট থেকে পেঁয়াজ আমাদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, প্রতি বছর আমাদের ৬ থেকে ৭ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। আমাদের দেশে এখনো আগামী ৩ মাসের পেঁয়াজ মজুত আছে। তিনি এসময় কাউকে প্যানিক সৃষ্টি না করার আহবান জানান। একই সঙ্গে মন্ত্রী ব্যবসায়ীদের পেঁয়াজ নিয়ে কারসাজি না করতে আহবান জানান।
Development by: webnewsdesign.com