ঢাকার নবাবগঞ্জের সুপরিচিত সকলের প্রিয় সংগঠন “ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের” দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে আজ ।
ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী আগামী কাল সকাল ৯.৩০ মিনিটে “নবাবগঞ্জের বকসনগর উচ্চ বিদ্যালয় মাঠ” প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যান অফিসার জনাব মোঃ মিজানুর রহমান (নবাবগঞ্জ,ঢাকা) ।
প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজনে ক্রেস্ট প্রধান করা হবে ৬টি সংগঠনকে এরা হচ্ছে মোঃ মিজানুর রহমান, সমাজসেবা অফিসার নবাবগঞ্জ,ঢাকা। নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব,ইছামতী উপজেলা ছাত্র সংগঠন,ক্যান্সার রোগী ও স্বজন সমাজ, বাংলাদেশ বাইকার্স ক্লাব ও ঢাকা নিউজ এক্সপ্রেস ডট কম কে ।
দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজনে থাকবে র্যালি, বিভিন্ন প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান কর্মসূচি, সাবান এবং মাক্স বিতরণ, সচেতন মূলক ব্যানার-ফেস্টুন লাগানো, রক্ত যুদ্ধাদের সম্মাননা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা আয়োজন।
ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজন নিয়ে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকানিউজএক্সপ্রেস ডট কমের এক প্রশ্নের জবাবে ইয়ুথ ব্লাড ডোনার ক্লাবের রক্ত যোদ্ধারা বলেন “মানবতার টানে,ভয় নেই রক্ত দানে” এই শ্লোগানে মানবতার সেবা করে যাচ্ছি এবং বিগত দিনে করে যাব বলে জানান।
Development by: webnewsdesign.com