বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলকে শুভ সূচনা এনে দেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। তবে অর্ধশতক করা জনি রেয়ারস্টোকে সাজঘরে ফেরান টাইগার অধিনায়ক মাশরাফি।
শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বিশ্বকাপে দুই দলই খেলছে নিজেদের তৃতীয় ম্যাচ। একটি করে ম্যাচ জিতেছে দুই দল। বিশ্বকাপের সব আসর মিলিয়ে বাংলাদেশ ও ইংল্যান্ডের এটা চার নম্বর ম্যাচ।
আগের তিন ম্যাচে দুটিতে জয় বাংলাদেশের। তাও আবার টানা দুই বিশ্বকাপে।
অতীত পরিসংখ্যান অনুসারে, ২০ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ইংল্যান্ড। তার মধ্যে ১৬টিতে জয় পায় ইংলিশরা। মাত্র ৪ ম্যাচে জয় পায় টাইগাররা।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com