আল জাজিরার প্রতিবেদনটিকে হলুদ সাংবাদিকতা হিসেবে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেই সঙ্গে প্রতিবেদনটিকে ভিত্তিহীন, সন্ত্রাসী মদদপুষ্ট ও দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ বলেও অভিযোগ করেন তিনি।বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বিশেষ গোষ্ঠী নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এটি করেছে। বাংলাদেশকে হেয় করে সরকারকে বেকায়দায় ফেলতে এমন প্রতিবেদন করা হয়েছে। সম্প্রতি মদ খেয়ে রাজধানী, বগুড়াসহ সারাদেশে কয়েকজনের মৃত্যু নিয়ে তিনি বলেন, করোনার কারণে মদ আমদানি বন্ধ; যে কারণে ভেজাল মদের উৎপাদন বাড়ছে। যারা মদ্যপান করেন, তারা ভেজাল মদপান করবেন না। গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল জাজিরার প্রতিবেদনটিকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং অরাজকতা তৈরির উদ্দেশ্যে অপপ্রচার হিসেবে উল্লেখ করা হয়। আল জাজিরায় সম্প্রতি প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ শিরোনামের এই প্রতিবেদনের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) প্রতিবাদ জানিয়েছে। আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতিবেদনটি ‘উদ্দেশ্যমূলক’ এবং স্বার্থান্বেষী মহলের কাজ।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com