অনন্য মামুন পরিচালিত নতুন সিনেমা ‘আমি তোমার হতে চাই’ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম ও ঢালিউডের লাভার বয় বাপ্পী চৌধুরী ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
লাইভ টেকনোলজিস প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ছবিটি এ বছরেই মুক্তি দেওয়া হবে।
এর পরিচালক জানান, একজন গ্যাংস্টারের জীবন বদলে যাওয়ার গল্প নিয়ে সাজানো হয়েছে এটি। এতে আরও অভিনয় করেছেন জন, দীপালি, মিশা সওদাগর প্রমুখ। এ ছাড়া একটি আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
ছবিটির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ, শফিক তুহিন, আহম্মেদ হুমায়ূন, নাভেদ পারভেজ ও অধ্যয়ন-রূপক। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, মমতাজ, আহম্মেদ হুমায়ূন, তাসিন, শত্রুজিৎ, রশ্মি দে ও এসকিন। নৃত্য পরিচালনা করেছেন তানজিল ও আরিফ-রোহান।
Development by: webnewsdesign.com