পঞ্চগড়ের আটোয়ারীতে ২নং তোড়িয়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সভাপতি আব্দুর রউফ ও সম্পাদক জয়নুল হক (কহিনুর) পুনরায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৮ জানুয়ারি) তোড়িয়া ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে তোড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন তোড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুর রউফ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ তারিন।
আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকের উন্নয়নের কথা তুলে ধরে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, তোড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবুল প্রমুখ। প্রথম অধিবেশনের শুরুতে বিগত দিনের কার্যক্রমের বিস্তারিত বিবরণ উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জয়নুল হক (কহিনুর)। সম্মেলনের সভাপতি কর্তৃক প্রথম অধিবেশন সমাপ্তি সহ তোড়িয়া ইউনিয়ন কৃষক লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করেন।
প্রথম অধিবেশন সঞ্চালনা করেন তোড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক খায়রুল বাসার। বাংলাদেশ কৃষক লীগ ,কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ তারিনের পরিচালনায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। তোড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষক লীগ কমিটির সভাপতি ও সম্পাদকদের প্রকাশ্যে জনসম্মুখে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আবারো মোঃ আব্দুর রউফ কে সভাপতি, মোঃ জয়নুল হক (কহিনুর)কে সাধারণ সম্পাদক ও মোঃ জাকারিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট তোড়িয়া ইউনিয়ন কৃষক লীগ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়া হয়।
সম্মেলনে তোড়িয়া ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, কৃষক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com