
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জাতীয় প্রেসক্লাবের সতের সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের আগরতলায় পৌঁছেছেন। আগরতলা প্রেসক্লাবের নিমন্ত্রণে শুক্রবার দুপুরে বাংলাদেশের সাংবাদিকরা সেখানে যান। শনিবার বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের সাংবাদিক দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
দুপুরে আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে বাংলাদেশের সাংবাদিকদের ফুল দিয়ে স্বাগত জানান আগরতলা প্রেসক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক রমাকান্ত দে। এসময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব আল-আমিন সীমান্তের জিরো পয়েন্টে সাংবাদিক প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে আখাউড়া রেলওয়ে স্টেশনে তাদেরকে স্বাগত জানান আখাউড়ায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের মধ্যে সৌহার্দ রয়েছে।
আগরতলার সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা ঘুরে দেখবো। সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা হবে।
আগামী ৪ সেপ্টেম্বর প্রেসক্লাবের এই প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।